Friday, May 10, 2024
রাজ্য​

মমতাকে ‘বেগম’ বলায় শুভেন্দুকে নোটিশ কমিশনের

কলকাতা: নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) প্রকাশ্যে ‘বেগম’ বলে সম্বোধন করেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই শুভেন্দুকে নোটিশ পাঠালো নির্বাচন কমিশন (Election Commission of India)। উল্লেখ্য, নন্দীগ্রামে (Nandigram) এবার মমতার প্রতিদ্বন্দ্বী তৃণমূল নেত্রীর একতা বিশ্বস্ত সৈনিক শুভেন্দু।

মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বেগম বলে সম্বোধন করায় আদর্শ আচরণবিধির ধারা (২) ও ধারা (৩) লঙ্ঘন করা হয়েছে বলে চিঠিতে বলেছে নির্বাচন কমিশন। তাই নির্বাচনী বিধিভঙ্গের কারণ জানাতে বলা হয়েছে শুভেন্দু অধিকারীকে। আগামী ২৪ ঘন্টার মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে শুভেন্দুকে।

এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠানো হয়েছে। শনিবার সকাল ১১ টার মধ্যে মমতাকে ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

৩ মার্চ তারকেশ্বরে এক সভায় সংখ্যালঘুদের একজোট হওয়ার ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগে তাঁকে নোটিশ পাঠায় কমিশন। ৪৮ ঘণ্টার মধ্যে ওই চিঠির জবাব দিতে বলা হয়েছে তৃণমূল নেত্রীকে। যদিও কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ বলেছেন, একটা কেন ১০টা নোটিশ ধরালেও আমার কিছু এসে যায় না।