‘বাড়ি বাড়ি গিয়ে বলুন- কেন্দ্র টাকা দিচ্ছে না’, নেতা-কর্মীদের নির্দেশ মমতার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মার্চের ২৯ এবং ৩০ তারিখে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে দলীয় নেতা-কর্মীদের বিশেষ বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। পঞ্চায়েত ভোটের প্রচারে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ কে তিনি হাতিয়ার করার বার্তা দিলেন।

এদিন মুখ্যমন্ত্রী নেতা-কর্মীদের নির্দেশ দিলেন, বাড়ি বাড়ি গিয়ে যে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র। সেই সম্পর্কে মানুষজনকে বলতে।

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসার পরেই মিড ডে মিল প্রকল্প খাতে রাজ্যকে ৬৩৮ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। এরপর সমগ্র শিক্ষা মিশনে রাজ্যকে আরও ৫৭৬ কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ, চলতি মাসের শুরুতেই রাজ্যকে মোট ১,২১৪ কোটি টাকা দিয়েছে কেন্দ্র।