Saturday, July 27, 2024
দেশ

ভোটের মুখেও দেশের সুরক্ষা বিষয়ক ঘোষণায় সমস্যা নেই: নির্বাচন কমিশন

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের আগে বৈজ্ঞানিকদের কৃতিত্বের ভাগ নিয়ে আত্মপ্রচারে ব্যস্ত মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মিশন শক্তি’ ঘোষণার পরে টুইটারে এমনই তীব্র ভাষায় মোদীর কড়া সমালোচনা করলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় একইসঙ্গে তুললেন নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগও।

লোকসভা ভোটের আদর্শ আচরণবিধি চালু হয়ে গিয়েছে। এই অবস্থায় মিশন শক্তির সাফল্যের জয়গান গেয়ে কি নির্বাচনী বিধি ভঙ্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ? নির্বাচন কমিশন কিন্তু তেমনটা মনে করছে না।

নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, দেশের সুরক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত যে কোনও ঘোষণা যে কোনও সময় করা যায়। সামনে ভোট থাকলেও নিরাপত্তা সংক্রান্ত ঘোষণা করায় কোনও বাধা-নিষেধ নেই।

প্রসঙ্গত, আজ স্পেস ওয়ারফেয়ারে বড়সড় মাইলস্টোন ছুঁল ভারত। অ্যান্টি স্যাটেলাইট মিসাইলের সাহায্যে অব্যবহৃত কৃত্রিম উপগ্রহ ধ্বংস করল ভারত। এর আগে আমেরিকা, রাশিয়া ও চিনের হাতে ছিল A-SAT প্রযুক্তি। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে এবার শক্তিশালী সেই ক্লাবে নাম লেখাল ভারতও।