সব্যসাচী দত্ত বিজেপির সাথেই আছে: মুকুল রায়
জলপাইগুড়ি: বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের বিজেপিতে যোগ দিচ্ছেন এই জল্পনা চলছে বেশ কয়েকদিন ধরেই। কখনও মুকুল রায়ের সঙ্গে লুচি-আলুরদম, আবার কখনও তো কখনও দিলীপ ঘোষের সঙ্গে নৈশভোজ। তবে সব্যসাচী দত্ত কবে বিজেপিতে যোগ দেবেন, লোকসভা ভোটের আগে তা নিয়ে জল্পনা তুঙ্গে। এবার সেই জল্পনা আরও কয়েকগুণ বাড়ালেন মুকুল রায়।
এদিন জলপাইগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা মুকুল রায় বলেন, সব্যসাচী বিজেপির সাথেই আছে। গণতন্ত্রের পক্ষে ও। ভারতবর্ষের পক্ষে আছে। উন্নয়নের পক্ষে আছে বলেও জানান মুকুলবাবু।
মুকুলের স্পষ্ট বার্তা সব্যসাচীর দলত্যাগ শুধুমাত্র সময়ের অপেক্ষা। যদিও এ প্রসঙ্গে কোনও মক্তব্য রাজি হননি সব্যসাচী দত্ত। মুকুলবাবু আরও বলেন, তৃণমূলের একাধিক শীর্ষ নেতারা আমার সঙ্গে যোগাযোগ রাখছেন।
মুকুল রায় আরও জানান, ২০১০ সালের মতো পরিস্থিতি তৈরি হবে। সবাই বলবে, আর তৃণমূল করব না। নরেন্দ্র মোদী প্রত্যাবর্তন করছেন। শুধু তাই নয়, তৃণমূল সরকার ২০১৯ সালের ফিনিস হয়ে যাবে বলেও আরও একবার দাবি করেন মুকুল রায়।