‘সীমাহীন নাটক ও আত্মপ্রচারে ব্যস্ত মোদী’, প্রধানমন্ত্রীর ভাষণের পর কটাক্ষ মমতার
কলকাতা: বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিশন শক্তি ঘোষণার পর টুইটে তাঁকে তীব্র কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক টুইটে মোদীকে তীব্র আক্রমণ করেন মমতা।
DRDO ও মহাকাশ গবেষণা সংক্রান্ত বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে মমতা বলেন, মহাকাশ বিষয়ক গবেষণা ও সেই সংক্রান্ত গতিপ্রকৃতি অনেক বছরের দীর্ঘ পদ্ধতির মধ্যে দিয়ে হয়। মোদী যথারীতি, এখানেই কৃতিত্ব নিতে হাজির। আদতে যাঁদের কৃতিত্ব, সেই বিজ্ঞানী ও গবেষকদের অভিনন্দন।
India’s Mission Programme is world-class for many many years.
We are always proud of our scientists, @DRDO_India , other research & space organisations. 1/4— Mamata Banerjee (@MamataOfficial) 27 March 2019
সরাসরি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, আজকের ঘোষণা মোদীর সীমাহীন নাটক ও প্রচারের অঙ্গ। নির্বাচনের সময় এর থেকে রাজনৈতিক ফায়দা তুলতে মরিয়া। এটা ব্যাপকভাবে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ।
Research, space management & development are a continuous process over the years. Modi, as usual, likes to take the credit for everything. Credit to those who really deserve it, our scientists & researchers. 2/4
— Mamata Banerjee (@MamataOfficial) 27 March 2019
মিশন শক্তি নিয়ে ঘোষণার সময় নিয়েও প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মেয়াদ ফুরিয়ে যাওয়া সরকারের মিশন সম্পর্কে ঘোষণার কোনও তাড়াহুড়ো ছিল না। এটা বিজেপির ভুবন্ত জাহাজ বাঁচানোর চেষ্টা। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করব আমরা বলে জানান তৃণমূল নেত্রী।
Today’s announcement is yet another limitless drama and publicity mongering by Modi desperately trying to reap political benefits at the time of election. This is a gross violation of Model Code of Conduct. 3/4
— Mamata Banerjee (@MamataOfficial) 27 March 2019
There is no great urgency in conducting and announcing the mission now by a government past its expiry date. It seems a desperate oxygen to save the imminent sinking of the BJP boat. We are lodging a complaint with the Election Commission. 4/4
— Mamata Banerjee (@MamataOfficial) 27 March 2019