Saturday, July 27, 2024
Latestদেশ

ভারতের সঙ্গে ৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তির ঘোষণা ট্রাম্পের

আহমেদাবাদ: ভারতের সঙ্গে ৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তির কথা ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এই চুক্তি সাক্ষরিত হবে বলে ট্রাম্প ঘোষণা দিয়েছেন। সোমবার আহমেদাবাদের সর্দার প্যাটেল ক্রিকেট স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ শীর্ষক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা ঘোষণা করেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, মঙ্গলবার আমাদের প্রতিনিধিরা ৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি সাক্ষর করবে। ভারতের সশস্ত্র বাহিনীর কাছে সর্বাধুনিক হেলিকপ্টার ও অন্যান্য সরঞ্জাম বিক্রি করা হবে। এই চুক্তি প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত-মার্কিন সম্পর্ক আরও শক্তিশালী করে তুলবে।


জানা গেছে, ২৪টি মার্কিন এমএইচ-৬০ হেলিকপ্টার কেনার চুক্তিতে সই করবেন মোদী ও ট্রাম্প। জলসীমায় নজরদারি, ডুবোজাহাজের উপস্থিতি, তল্লাশি ও উদ্ধার কাজে দক্ষ এসব হেলিকপ্টার।

প্রসঙ্গত জানিয়ে রাখি, বর্তমানে ভারত এইসব কাজে ৪৯ বছর আগের ব্রিটিশ হেলিকপ্টার ‘সি কিং’ ব্যবহার করে থাকে। নতুন মার্কিন হেলিকপ্টার দিয়ে পুরোনো হেলিকপ্টারগুলো ধাপে ধাপে সরিয়ে নেওয়া হবে।