‘চা ওয়ালা’ থেকে ‘দেশের সেরা প্রধানমন্ত্রী’, মোদীর প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প
আহমেদাবাদ: চা ওয়ালা হিসাবে জীবন শুরু করেছিলেন নরেন্দ্র মোদী। আজ তিনিই দেশের নেতৃত্ব দিচ্ছেন। যা শুধু ভারতের জন্যই উদাহরণ নয়, গর্বেরও। এভাবেই মোতেরা সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে মোদীর প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মোদী তাঁর জীবন শুরু করেছিলেন চা-ওয়ালা হিসেবে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৃহত্তম গণতন্ত্রের সবচেয়ে সফল নেতা।
#WATCH Gujarat: US President Donald Trump speaks about PM Narendra Modi during #NamasteyTrump event at Motera Stadium. He says, “…PM Modi started out as a ‘tea wallah’, he worked as a tea seller. Everybody loves him but I will tell you this, he is very tough…” #TrumpInIndia pic.twitter.com/rdrl3wqhdB
— ANI (@ANI) February 24, 2020
ট্রাম্প আরও বলেন, মোদী আপনি শুধু ভারতেরই গর্ব নন। আপনি সেই জীবন্ত উদাহরণ যাতে বোঝা যায় যে কঠোর পরিশ্রম এবং কর্তব্যপরায়ণতায় ভারতীয়রা যা চান তা হাসিল করতে পারেন।
ট্রাম্প বলেন, বলিউডি ক্লাসিক ছবি ডিডিএলজে, শোলে দেখে আনন্দ পেয়েছি। সচিন, বিরাট বিশ্বসেরা। প্রসঙ্গত, এদিন মোতেরা সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, বিসিসিআই সচিব জয় শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি, গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত।