Saturday, June 21, 2025
Latestদেশ

দিল্লিতে হিংসার ঘটনায় শান্তির আবেদন জানালেন মোদী

নয়াদিল্লি: রাজধানী দিল্লিতে হিংসায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২২। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নেমেছেন জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভাল। এদিকে ঘটনার তিনদিন পর শান্তির জন্য আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

টুইটে নমো লিখেছেন, শান্তি ও সৌহার্দ্য ভারতের মূল আদর্শ। দিল্লির ভাইবোনেদের সবসময় শান্তি বজায় রাখার আবেদন জানাচ্ছি। দ্রুত শান্তি ও স্বাভাবিকতা ফিরিয়ে আনা জরুরি। তিনি জানান, পুলিশ ও অন্যান্য এজেন্সি পরিস্থিতি শান্ত করার জন্য চেষ্টা করছে। পুরো পরিস্থিতি তিনি খতিয়ে দেখছেন।


প্রধানমন্ত্রী জানান, দিল্লি পুলিশ ও অন্যান্য সংস্থার সঙ্গে দিল্লির অবস্থা নিয়ে তিনি বিস্তারিত পর্যালোচনা করেছেন। সুপ্রিম কোর্ট এবং দিল্লি হাইকোর্ট এদিন দিল্লি পুলিশকে কড়া সমালোচনা করার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টুইট করেন।


এদিকে, কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের পর দিল্লিতে হিংসার ঘটনায় তীব্র ভাষায় কেন্দ্রকে দুষেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ইস্তফার দাবি তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, পরিকল্পনামাফিক ভাবে হিংসা সংগঠিত হয়েছে।