পাকিস্তানে কে বেশি বিখ্যাত হবেন তার প্রতিযোগীতায় বিরোধীরা: মোদী
মিরাট: বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মিরাটের জনসভা থেকে বিরোধীদেরকে তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, পাকিস্তানে ঢুকে জঙ্গিদের মোদী কেন মারলেন প্রশ্ন তুলছেন বিরোধীরা..। মোদীর প্রশ্ন, পাকিস্তানে কে বেশি বিখ্যাত হবেন তার প্রতিযোগীতায় বিরোধীরা।.. দেশবাসী এর জবাব দিক, পাকিস্তানের হিরো চাই না ভারতের হিরো চাই আপনাদের ?
মোদী বলেন, পুলওয়ামায় জঙ্গিদের হামলার পর যদি ভারত কোনও ব্যবস্থা না নিত, তাহলে বিরোধীদের তোপ তাঁর ওপরেই আসত। তাঁর প্রশ্ন, এটা না করলে দেশবাসী কাকে প্রশ্ন করত? বিরোধীরা কাকে গালি দিত?
WATCH | “Does this country need heroes of India or heroes of Pakistan?”: PM Modi in Meerut
Read more: https://t.co/HKTE1A8z6e#ElectionsWithNDTV #LokSabhaElections2019 pic.twitter.com/pMKwYUHVsu
— NDTV (@ndtv) 28 March 2019
পাশাপাশি, এদিনের জনসভা থেকে ফের আরও একবার গান্ধী পরিবারকে কটাক্ষ করে মোদী বলেন, তিনি যা পেয়েছেন তা দেশ তাঁকে দিয়েছে। তাঁর জীবনে আর কিছু হারাবার নেই। তবে যাঁদের পরিবার, পরিবারতন্ত্র নিয়ে ভাবে তাঁরা আরও কিছু পাওয়ার অপেক্ষায় ক্ষমতার প্রতি লোলুক দৃষ্টি রাখেন।