রাহুল A-SAT মিসাইলকে থিয়েটার সেটের সঙ্গে গুলিয়ে ফেলছেন, পাল্টা কটাক্ষ মোদীর
মিরাট: বৃহস্পতিবার মিরাটের জনসভা থেকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে ফের আরও একবার স্বমহিমায় তোপ দেগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বুধবার যখন A-SAT মিসাইল এর কথা বলছিলাম, তখন রাহুল সেটার সঙ্গে থিয়েটারের সেট গুলিয়ে ফেলেন।
উল্লেখ্য, বুধবার মহাকাশে অ্যান্টি স্যাটেলাইট মিসাইল দিয়ে একটি লো অরবিট স্যাটেলাইট ধ্বংস করার খবর জাতির উদ্দেশে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এরপরই রাহুলের কটাক্ষ ছিল, প্রধানমন্ত্রী বিশ্ব নাট্য দিবসের শুভেচ্ছা। আজ মিরাটের জনসভা থেকে রাহুলকে পাল্টা দিলেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, রাহুল গান্ধী A-SAT মিসাইলকে থিয়েটার সেটের সঙ্গে গুলিয়ে ফেলেছেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশ তাদের সরকার ঠিক করে ফেলেছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ফের বিজেপিই সরকার গড়বে। তাঁর কথায়, চৌকিদার কখনও অবিচার করে না। আমি কী করেছি হিসেব দেব। অন্যদেরও হিসেব নেব।
পাশাপাশি বিরোধীদের কটাক্ষ করে মোদীর বক্তব্য, বিরোধীদের কোনও নীতি আদর্শ নেই। একদিকে ‘নতুন ভারত’ তৈরির স্বপ্ন। অন্যদিকে পরিবারতন্ত্র ও দুর্নীতি। একদিকে দমদার চৌকিদার। অন্যদিকে দাগিদের জোট।