Tuesday, March 25, 2025
দেশ

দেশবাসী মনস্থির করে ফেলেছে আমায় ভোট দেওয়ার জন্য: মোদী

মেরঠ: উত্তরপ্রদেশের মেরঠে এদিন দলীয় সভায় যোগ দিয়ে বিরোধীদের উদ্দেশে একাধিক তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ১৩০ কোটি দেশবাসী মনস্থির করে ফেলেছে আমায় ভোট দেওয়ার জন্য। মোদীর আশা, এবার ভোট তাঁর স্বপক্ষেই পড়বে।

পাশাপাশি, এদিন বক্তব্যের শুরুতেই মোদী বিরোধীদের উদ্দেশ্যে পরিবারতন্ত্র থেকে সার্জিক্যাল স্ট্রাইক সহ একাধিক তোপ দাগেন। মোদী বলেন, মাটি থেকে আকাশ হোক বা মহাশূন্যে আপনাদের চৌকিদারের সার্জিক্যাল স্ট্রাইক চালানোর দম রাখে।

মোদী বলেন, যেখানেই হোক,মেরঠ হোক কিংবা অন্য জায়গায়, যেখানেই ভোটের দিন পদ্মে চিহ্নের পাশে বোতাম টিপবেন ভোট মোদীর কাছেই যাবে।

তিনি বলেন, কংগ্রেস যেভাবে দারিদ্র্য দূরীকরণের কথা বলছে, তাতে কিছু হবে না, কংগ্রেসকে দেশ থেকে হটালেই হবে সমস্যার সমাধান। কংগ্রেস সরলে তবেই দারিদ্রতা কাটবে।