দিল্লিতে অক্সিজেনের অভাবে ডাক্তার সহ ৮ রোগীর মৃত্যু
নয়াদিল্লি: করোনার দ্বিতীয় ধাক্কা দেশজুড়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। লাগামহীন আরে আক্রান্তের সংখ্যা বাড়ায় হাসপাতালগুলোতে বেড ও অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে। এবার অক্সিজেনের স্বল্পতায় দিল্লির বাত্রা হাসপাতালে (Batra Hospital) মৃত্যু হল এক চিকিৎসক-সহ আটজনের। এটা চলতি সপ্তাহে দ্বিতীয় ঘটনা।
জানা গেছে, মৃত ৮ জনের মধ্যে ৬ জন ICU-তে ভর্তি ছিলেন। বাকি ২ জন ওয়ার্ডে ছিলেন। মৃত চিকিৎসকের নাম ডা. আর কে হিমথানি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকাল ১১টা ৪৫ মিনিট নাগাদ অক্সিজেন শেষ হয়ে যায়। দুপুর দেড়টা নাগাদ অক্সিজেন সরবরাহ করা হয়। ১ ঘণ্টা ২০ মিনিট অক্সিজেন ছিল না। যার ফলেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে। ওই সময় ওই হাসপাতলে বিনা অক্সিজেনে ২৩০ জন রোগী পড়েছিলেন বলে খবর।
এই ঘটনায় রাজধানীর চিকিৎসা ব্যবস্থা নিয়ে ফের সমালোচনার ঝড় উঠেছে। এর আগে, গত ২৪ এপ্রিল দিল্লিতে অক্সিজেনের জোগান ফুরিয়ে যায়। তবে সেবার প্রাণহানি ঘটেনি। মারাত্মক কিছু ঘটার আগেই অক্সিজেনের ট্যাঙ্কার এসে পৌঁছয়। গত সপ্তাহে দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৫ রোগীর মৃত্যু হয়।