Tuesday, September 26, 2023
দেশ

আমাদের কি বন্দে মাতরম বলার অধিকার আছে ? দেশবাসীর কাছে প্রশ্ন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহরে প্রথম বিশ্ব মহা ধর্ম সম্মেলনে ভারতবর্ষের প্রতিনিধি হয়ে স্বামী বিবেকানন্দ ঐতিহাসিক বক্তৃতা দিয়েছিলেন। এই ধর্ম মহাসভার তিনি প্রাচীন ভারতীয় দর্শনকে আধুনিক রূপে সবার সামনে হাজির করেছিলেন। এতে ভারতবাসীর প্রতি আমেরিকাবাসীর শ্রদ্ধা ও ভালোবাসা অনেক বেড়ে যায়। পাশ্চাত্যবাসীকে তিনি বলেছিলেন, আমরা শুধু ভিখারী নই, তোমাদের শেখাবার মত উদার আধ্যাত্মিক সম্পদ আমাদের রয়েছে, যা তোমরা গ্রহণ করতে পারো, তোমাদের আত্মিক উন্নতিকল্পে।

আজ স্বামী বিবেকানন্দর শিকাগো বক্তৃতার ১২৫ বর্ষপূর্তি উপলক্ষে দিল্লির বিজ্ঞান ভবনে পড়ুয়াদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আজ ৯/১১। ২০০১-এ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জঙ্গি হানার আগে এই ৯/১১-র বিশ্বজোড়া একটাই পরিচিতি ছিল। ১২৫ বছর আগে, ১৮৯৩ সালের ৯ সেপ্টেম্বর দিনটি ভালবাসা, সমন্বয় ও ভ্রাতৃত্বের দিন ছিল।’

তিনি আরও বলেন, স্বামী বিবেকানন্দের দৃঢ় ব্যক্তিত্ব ছিল ৷ স্বামীজি আজও আমাদের অনুপ্রেরণা জোগান ৷ বিশ্ব মহা ধর্ম সম্মেলনে মাত্র কয়েকটা শব্দে বিশ্বের মন জিতেছিলেন, দেখিয়ে দেন গোটা বিশ্বকে একতার শক্তি৷ মানবধর্ম হল আসল ধর্ম ৷ সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন তিনি৷ যা আজকের সমাজে ছেয়ে গেছে ৷ সত্যের সন্ধানে ছিলেন স্বামীজি ৷ নারীদের যোগ্য সম্মান দিতে হবে ৷

প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে প্রশ্ন করেন, বন্দে মাতরম বলার অধিকার আছে আমাদের? যাঁরা দেশকে সাফাই করছেন, তাঁদের প্রথম অধিকার আছে বলার ৷ যারা বন্দে মাতরম বলে, তারাই আবার রাস্তাঘাট যথেচ্ছ নোংরা করে। আমরা রাস্তাঘাট পরিষ্কার রাখি বা না রাখি, আমাদের কি মাতৃভূমিকে নোংরা করার অধিকার আছে? স্বচ্ছতার ওপর গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রথমে শৌচালয়, পরে দেবালয় ৷