Tuesday, September 26, 2023
দেশ

কাশ্মীরের অনন্তনাগে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম ২ হিজবুল জঙ্গি

শ্রীনগর: কাশ্মীরের অনন্তনাগে সোমবার সকালে সেনার গুলি গুলির লড়াইয়ে খতম ২ হিজবুল জঙ্গি। একজন জঙ্গিকে জীবিত গ্রেপ্তার করা হয়েছে। সেনাবাহিনী সূত্রে জানা যায়, মৃত এবং ধৃত সকলেই হিজবুল মুজাহিদিনের সদস্য।

রাতে গোপন সূত্রে সেনাবাহিনীর কাছে খবর আসে, অনন্তনাগের বারবুঘ গ্রামে জঙ্গিরা পালিয়ে আছে। রাতেই অভিযান চালায় সেনাবাহিনী। তখনই সেনাবাহিনীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। শুরু হয়ে যায় সংঘর্ষ। গুলিতে দাউদ আহমেদ আলি এবং শাইয়ার আহমেদ ওয়ানি নামে দুই হিজবুল জঙ্গির মৃত্যু হয়। আরিফ সোফি নামের আরেক জঙ্গিকে জীবিত ধরা হয়। জঙ্গিদের থেকে একটি একে ৪৭ এবং একটি ইনসাস রাইফেল উদ্ধার করা হয়েছে।