Friday, March 29, 2024
দেশ

ব্যাঙ্ককর্মীর পরিবারে মুসলিম মেয়েদের বিয়ে নিষিদ্ধ! নয়া ফতোয়ায় বিতর্ক

লখনউ: কোনওভাবেই ব্যাঙ্ককর্মীদের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না ৷ মুসলিম ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে ব্যাঙ্কে কর্মরত যেকোনও ব্যক্তি বা মহিলার সঙ্গে বৈবাহিক সম্পর্কে স্থাপনে নিষেধাজ্ঞা জারি করল দারুল উলুম দেওবন্দ ৷ ব্যাঙ্কের চাকরি থেকে আয় ‘হারাম’-এর উপার্জন বলে দাবি তাদের। উত্তরপ্রদেশের দেওবন্দের এই মুসলিম সংগঠনের দেওয়া ফতোয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷

দারুল ইফতার কাছে এক ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন, তিনি তাঁর কন্যাকে এমন একটি ছেলের সঙ্গে বিয়ে দেবেন কি না? যাঁর বাবা ব্যাঙ্ককর্মী। দারুল ইফতা তাঁকে বলেন, ইসলামিক আইন অনুযায়ী, সুদের থেকে আয় বা সুদের মাধ্যমে লেনদেনের থেকে আয় অবৈধ। কারণ, তাঁর বিশ্বাস ব্যাঙ্কে যারা কাজ করেন তাদের উপার্জন আসবে অবৈধ ৷ এই অবৈধ অর্থে প্রতিপালিত পরিবারের মধ্যে কোনও নৈতিকতা বা আদর্শবোধ গড়ে ওঠে না ৷ তাই ওই ব্যক্তির আবেদনের ভিত্তিতেই ব্যাঙ্ককর্মীদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপনে নিষেধ করে ফতোয়া জারি করে দারুল উলুম দেওবন্দ।

প্রসঙ্গত উল্লেখ্য, ইসলাম অনুযায়ী ব্যাঙ্কে বা অন্য কোথাও টাকা রেখে সুদ নেওয়া অনুচিত। তাই কোনও ইসলামিক ব্যাঙ্ক কোনওরকম সুদ ছাড়াই তাদের গ্রাহক পরিষেবা দেয় ৷ এমনকি শরিয়ত আইনে অনুযায়ী মদ, মাদক বা অস্ত্রব্যবসায়ীরা ইসলামিক ব্যাঙ্কে টাকা লেনদেন করতে পারেন না ৷ তবে বিশ্বের অনেক দেশে ইসলামিক ব্যাঙ্ক থাকলেও এখনও পর্যন্ত ভারতে এই ব্যাঙ্ক চালু হয়নি ৷