‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ পরিচালককে আইনি নোটিশ পশ্চিমবঙ্গ পুলিশের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: সম্পতি মুক্তি পেয়েছে সনোজ মিশ্র পরিচালিত ছবি ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ (The Diary Of West Bengal) সিনেমার ট্রেলার। ট্রেলার মুক্তির পর থেকেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। এবার এই সিনেমার পরিচালক সনোজ মিশ্রকে আইনি নোটিশ পাঠালো রাজ্য পুলিশ।
পুলিশের অভিযোগ, এই সিনেমায় পশ্চিমবঙ্গের সম্মানকে ক্ষুন্ন করার চেষ্টা করা হয়েছে। আর্মহার্স্ট স্ট্রিট থানায় চলতি মাসেই পরিচালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল।
Director Sanoj Mishra has been served a notice under Section 41A of the CrPC for questioning on May 30 at Amherst Street PS in West Bengal. FIR has been registered under various sections of IPC, IT Act and Cinematography Act regarding this film.
— ANI (@ANI) May 26, 2023
সেই লিখিত অভিযোগের ভিত্তিতে ৩০ মে দুপুর ১২ টার পরিচালককে জিজ্ঞাসাবাদের জন্যে আর্মহার্স্ট স্ট্রিট থানায় আসার নির্দেশ দেওয়া হয়েছে।