Thursday, December 12, 2024
দেশ

রাষ্ট্রপতি নয়, প্রধানমন্ত্রীই উদ্বোধন করবেন নতুন সংসদ ভবনের, জনস্বার্থ মামলা খারিজ করলো সুপ্রিম কোর্ট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতিকে দিয়ে নতুন সংসদ ভবনের উদ্বোধন করা হোক, এমনটাই দাবি তুলেছিল বিরোধীরা। এই ইস্যুতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল সুপ্রিম কোর্টে। অবশেষে সেই তরজায় ইতি টেনে দিল সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতিকে দিয়ে নতুন সংসদ ভবন উদ্বোধন করানোর আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

বিচারপতি জেকে মাহেশ্বরী এবং পিএস নরসিমহাকে নিয়ে গঠিত বেঞ্চ সাফ বলেছে, ‘এই জনস্বার্থ মামলা কেন দায়ের করা হয়েছে, সুপ্রিম কোর্ট তা বুঝতে পারছে না! সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদ মেনে এই আবেদনের শুনানি হতে পারে না।’ এরপরেই আবেদনটি খারিজ করে দেওয়া হয়।

উল্লেখ্য, আগামী ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করা হবে। ইতিমধ্যেই বিজেপি বিরোধী ২০টি দল এই অনুষ্ঠান বয়কট করেছেন। তাদের দাবি, রাষ্ট্রপতিকে দিয়ে নয়া সংসদ ভবনের উদ্বোধন করাতে হবে। যদিও সেই বিতর্কে আইনি ইতি টেনে দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের রায়ের পরে এখন দেখার বিষয় বিরোধীরা অনুষ্ঠানে উপস্থিত থাকছে কিনা।