Tuesday, April 23, 2024
বিনোদন

‘কাশ্মীরের থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি বাংলায়!’, ‘দ্য ডায়রি অফ ওয়েস্ট বেঙ্গল’ সিনেমার ট্রেলার সামনে আসতেই তুমুল বিতর্ক

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দেশজুড়ে এখনও তুমুল বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমা। এর মধ্যেই ফের নতুন করে বিতর্ক ছড়ালো ‘দ্য ডায়রি অফ ওয়েস্ট বেঙ্গল’ সিনেমার ট্রেলার। ইতিমধ্যেই এই সিনেমার পরিচালক সনোজ মিশ্রকে নোটিশ পাঠিয়েছে রাজ্য পুলিশ।

আগামী ৩০ মে আমহার্স্ট স্ট্রিট থানায় পরিচালককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে পুলিশ। পরিচালক সনোজ মিশ্রের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ১৫৩এ, ৫০১, ৫০৪, ৫০৫, ২৯৫এ ধারা-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে।

পরিচালকের বিরুদ্ধে অভিযোগ, এই সিনেমার ট্রেলারে সত্য ঘটনা দেখানোর নামে মিথ্যা প্রচার করা হয়েছে। এই সিনেমায় পশ্চিমবঙ্গের সম্মানকে ক্ষুন্ন করার চেষ্টা করা হয়েছে।

এছাড়া এই সিনেমার ট্রেলারে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হয়েছে, বলেও অভিযোগ। যদিও পরিচালকের দাবি, ‘পশ্চিমবঙ্গের সম্মানকে ক্ষুন্ন করা নয়, এই সিনেমায় পশ্চিমবঙ্গের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। ভালোভাবে গবেষণা করেই এই সিনেমা তৈরি করা হয়েছে।’