বুদগামে এনকাউন্টারে খতম লস্কর নেতা-সহ ২ জঙ্গি
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের বুদগামে লস্কর কম্যান্ডার-সহ ২ জঙ্গিকে খতম করল নিরাপত্তাবাহিনী। বুধবার সকালে গুলিবিনিময় শুরু হয় গোপালপোরা এলাকায়। ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে নিরাপত্তাবাহিনী।
বুদগামের গোপালপোরা এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান শুরু হয়েছিল। বুধবার ভোরে এলাকাটি ঘিরে ফেলে তারা। এলাকাটি ঘিরে ফেলার পরই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। দু’পক্ষের গুলির লড়াই শুরু হয়। সংঘর্ষে নিকেশ হয় ২ জঙ্গি। জানা গেছে, মৃতদের মধ্যে একজন হল লস্কর-ই-তৈবার কম্যান্ডার আবু মাজ। অপর মৃত সন্ত্রাসবাদীর পরিচয় এখনও জানা যায়নি।
#UPDATE Budgam encounter: 2 terrorists have been neutralised by the security forces. Arms and ammunition have been recovered from the site of encounter. The identities and affiliations of the terrorists killed are yet to be identified. A case has been registered. https://t.co/yUUT7afw5Q
— ANI (@ANI) 13 February 2019
উল্লেখ্য, সোমবার পুলওয়ামায় এনকাউন্টারে খতম করা হয়েছিল ২ সন্ত্রাসবাদীকে। শহিদ হন ২ জওয়ান।