Wednesday, May 15, 2024
কলকাতা

‘‌লজ্জা লাগলে দল ছাড়ুন’‌, তথাগতকে কড়া বার্তা দিলীপের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: একের পর এক নেতা-কর্মী দল ছাড়ছেন। সদ্য বিজেপি ছেড়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে নিজের অভিমানের কথা জানিয়েছেন জয় বন্দ্যোপাধ্যায়। এসবের মধ্যেই শনি ও রবিবার বঙ্গ বিজেপির সঙ্গে বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় নেতৃত্ব। ভার্চুয়ালি এই বৈঠক অনুষ্ঠিত হবে। তার আগে প্রবীণ বিজেপি নেতা তথা মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় (Tathagata Roy) এবং দিলীপ ঘোষের (Dilip Ghosh) দ্বন্দ্ব প্রকাশ্যে এলো।

শনিবার সল্টলেকে প্রাতঃভ্রমণে বের হলে দিলীপ ঘোষকে তথাগত রায় সম্পর্কে প্রশ্ন করা হয়। জবাবে দিলীপ ঘোষ বলেন, ‘তথাগত রায় দল থেকে দলেরই ক্ষতি করছেন। দলের জন্য কিছুই করেননি তিনি। বরং তাকে অনেক কিছু দিয়েছে। একুশের নির্বাচনে পর টুইটে বারবার বিজেপিকে আক্রমণ করেছেন তিনি। তাতে দলের অস্বস্তি বেড়েছে। টুইটে বারবার তিনি দাবি করেছেন রাজ্য নেতৃত্বে দুর্দশা দেখে তিনি লজ্জিত।’

পাল্টা দিলীপ ঘোষ বলেন, ‘লজ্জা লেগে থাকলে দল ছেড়ে চলে যান। দলে থেকে দলের ক্ষতি করার থেকে দল ছেড়ে দেওয়া ভালো। আর কতদিন এভাবে লজ্জা পাবেন? ছেড়ে দিন। যারা দলের জন্য কিছু করেননি, দল যাদেরকে সবথেকে বেশি দিয়েছে তারাই দলের সবথেকে বেশি ক্ষতি করে। দুর্ভাগ্যের বিষয় এটা।’

এদিকে পেট্রোল-ডিজেলের দাম কমিয়েছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি, ২২টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত সরকার পেট্রোল-ডিজেলের দাম কমিয়েছে। এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি পশ্চিমবঙ্গ সরকার। এ বিষয়ে শনি ও রবিবারের বৈঠকে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।