সাতসকালে পুলওয়ামায় এনকাউন্টারে খতম ২ হিজবুল জঙ্গি
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার খ্রেও এলাকায় এনকাউন্টারে খতম হয়েছে দুই হিজবুল জঙ্গি। লস্কর-ই-তইবার সক্রিয় সদস্য ২০ বছরের তরুণ জঙ্গি নেতা নাভেদ জাটকে গুলি করে হত্যার পর বৃহস্পতিবার ভোরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিকেশ হল আরও দুই জঙ্গি। অভিযান শুরু হওয়ার সময় থেকেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা।
গোপন সূত্রে খবর পেয়ে এদিন ভোরে পুলওয়ামার খ্রেওতে যৌথ অভিযান চালায় সেনা-সিআরপি এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। ভোরের আলো ফোটার আগেই অভিযান শুরু হয়। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। এনকাউন্টারে দুই জঙ্গি খতম হয়।
J&K Police on today’s encounter b/w security forces & terrorists in Khrew, Pulwama: Killed terrorists identified as Adnan Ahmad Lone & Adil Bilal Bhat.Both were affiliated with proscribed terror outfit Hizbul Mujahideen.Arms & ammunition recovered. No collateral damage took place
— ANI (@ANI) 29 November 2018
ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। নিহতরা জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের সদস্য বলে পুলিশ জানিয়েছে। নিহতদের নাম হল আদান আহমেদ লোন এবং আদিল বিলাল ভাট। এলাকায় আরও কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না তা খতিয়ে দেখতে তল্লাশি অভিযান এখনও চলছে।