মুসলিমদের ক্রিমিনাল বানিয়েছে TMC, তাদের উন্নতি করে না, গরিব ও অশিক্ষিত থেকে গিয়েছে: দিলীপ ঘোষ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজনীতিতে সংখ্যালঘু ভোট সবসময়ই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এইবার এই ইস্যুতে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সম্প্রতি এক জনসভায় তিনি দাবি করেন যে, তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়ন করেনি। বরং রাজ্যের অধিকাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এখনও পিছিয়ে রয়েছেন।
বিভাজনের পক্ষে জোরালো সওয়াল
দিলীপ ঘোষ স্পষ্টভাবেই জানিয়ে দেন যে বিজেপি বিভাজনের রাজনীতি করবেই। তিনি বলেন, “যদি কেউ মুসলিমদের নিয়ে রাজনীতি করতে পারে, তাহলে আমাদেরও হিন্দুদের নিয়ে রাজনীতি করার অধিকার আছে। কারণ, এখনও পশ্চিমবঙ্গে ৭০ শতাংশের বেশি হিন্দু বাস করেন।” তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
‘হিন্দু বাঁচাও’ আন্দোলনের প্রতি সমর্থন
শুভেন্দু অধিকারীর ‘সেভ হিন্দু’ আন্দোলনকে সমর্থন জানিয়ে দিলীপ ঘোষ বলেন, “হিন্দুদের আজকে তৃণমূলের হাত থেকে বাঁচাতে হবে। মুসলমানদেরও তৃণমূলের হাত থেকে বাঁচাতে হবে। কারণ, মুসলমানদের ক্রিমিনাল বানিয়েছে টিএমসি। সিপিএম, কংগ্রেসও একই কাজ করেছে। ফলে তারা গরিব ও অশিক্ষিত থেকে গিয়েছে।”
মুসলিম ভোটের প্রয়োজন নেই বিজেপির?
দিলীপ ঘোষ আরও বলেন, “আমাদের মুসলমানদের ভোটের দরকার নেই। পশ্চিমবঙ্গের থেকে বেশি মুসলিম আছে অসমে। আমরা সেখানে দু’বার ক্ষমতায় এসেছি। কিন্তু এখন মুসলমানদের নিজেদের কথা ভাবার সময় এসেছে।” তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন পড়ে গেছে।
তৃণমূলের পাল্টা প্রতিক্রিয়া
তৃণমূল কংগ্রেস দিলীপ ঘোষের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, বিজেপি ইচ্ছাকৃতভাবে ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে এবং রাজ্যের সম্প্রীতির পরিবেশকে নষ্ট করতে চাইছে। তাঁদের মতে, বাংলার মানুষ এই ধরনের রাজনীতিকে বরদাস্ত করবে না।