Saturday, May 18, 2024
খেলা

‘ধোনি ভারতীয় দলের ‘হাফ ক্যাপ্টেন’, ও না থাকলে বিরাটকে বড্ড অসহায় দেখায়’

নয়াদিল্লি: ওডিআই হোক কিংবা টি-টোয়েন্টি ভারত অধিনায়ক বিরাট কোহলির বড় ভরসার নাম উইকেটের পিছনে মহেন্দ্র সিং ধোনির উপস্থিতি। মোহালিতে চতুর্থ একদিনের ম্যাচে বার বার চোখে পড়েছে মাহির অনুপস্থিতি। প্রাক্তন ভারত অধিনায়ক বিষেন সিং বেদীর মতে, মোহালি ম্যাচে ধোনির অনুপস্থিতি ভীষনভাবে প্রকট হয়ে উঠেছিল। পাশাপাশি ধোনিকে ‘আধা অধিনায়ক’ আখ্যা দেন তিনি।

ধোনি মাঠে থাকলে যে খেলার উপর প্রভাব পড়ে বিভিন্ন বিষয়ে সেটা অনেকেই মেনে নিয়েছেন। বিশেষ করে কঠিন সময়ে দলের স্ট্র্যাটেজি কী হবে। ধোনির অবর্তমানে বিরাট কোহলিকে মাঠের মধ্যে কিছুটা অসহায় লাগছিল বলে মনে করেনে প্রাক্তন ক্রিকেটার বেদী।

বেদী বলেন, ‘মতামত দেওয়ার জন্য আমি কেউ নই কিন্তু এটা বড় চমক কেন ধোনিকে বিশ্রাম দেওয়া হল। ওর অনুপস্থিতি মোহালি ম্যাচে বোঝা গিয়েছে মাঠের মধ্যে, স্টাম্পসের পিছনে এবং ব্যাটে। ও আধা ক্যাপ্টেন।

বেদী আরও বলেন, ধোনি তো আর দিন দিন বয়েসে ছোট হচ্ছে না। কিন্তু তবুও দলে ওকে দরকার। দলে ওর একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। অধিনায়কের ওকে খুব দরকার। ধোনিকে ছাড়া ক্যাপ্টেন কোহলিকে বড্ড অসহায় লাগে। এটা কিন্তু একেবারেই ভালো লক্ষণ নয়।