Saturday, June 15, 2024
Latestদেশ

‘অসমকে বিচ্ছিন্ন’ করার মন্তব্য করায় শাহিনবাগের নেতা শারজিল ইমামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা মামলা

নয়াদিল্লি: বিচ্ছিন্নতাবাদী মন্তব্য করায় শাহিনবাগ আন্দোলনের অন্যতম নেতা সারজিল ইমামের বিরুদ্ধে মামলা দায়ের করল দিল্লি পুলিশ। তার বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে আনা হয়েছে। এর আগে সারজিলের বিরুদ্ধে একই অভিযোগ দায়ের করেছিল অসম পুলিশও।

সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে সারজিলকে বলতে শোনা যায়, অসমে বাঙালি ও মুসলমানদের মারা হচ্ছে। অসমকে শিক্ষা দিতে কয়েকদিন রাজ্যটিকে দেশ থেকে বিচ্ছিন্ন করে রাখতে হবে। রেলপথ বন্ধ রেখে অসমকে বিচ্ছিন্ন করতে হবে।

দেশদ্রোহিতার অভিযোগে সারজিলকে গ্রেফতারের জন্য দিল্লিতে গিয়েছে পুলিশের দল। দেশভাগের পক্ষে সারজিলের ভাইরাল ভিডিওর উপর ভিত্তি করে এই মামলা করা হয়েছে, বলে জানান আলিগড়ের এসএসপি অক্ষয় খুলহার।


শারজিল ইমাম জেএনইউ থেকে আধুনিক ইতিহাসে পিএইচডি করছেন। বম্বে আইআইটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক তিনি। প্রথম থেকেই তিনি শাহিনবাগ আন্দোলনের সঙ্গে যুক্ত তিনি।

তবে এবারই প্রথম নয় এর আগেও উসকানিমূলক মন্তব্য করেছিলেন সারজিল। অযোধ্যা রায়ের পর সারজিল ইমাম বলেছিলেন, দরকার হলে সংবিধান ছিঁড়ে ফেলব। তখনও তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।