Sunday, June 22, 2025
Latestরাজ্য​

পদ্মশ্রী পেলেন বীরভূমের ‘এক টাকার ডাক্তার’ সুশোভন বন্দ্যোপাধ্যায়

বীরভূম: লন্ডনে থেকে ডাক্তারি পড়াশোনা করে এসে সুযোগ ছিল প্রচুর অর্থ কামানোর। কিন্তু তিনি না করে মানবসেবায় নিজেকে পুরোপুরি বিলিয়ে দেন। তারই স্বীকৃতিস্বরূপ এ বছর পদ্মশ্রী সম্মান পাচ্ছেন বীরভূমের ‘এক টাকার ডাক্তার’ সুশোভন বন্দ্যোপাধ্যায়।

১৯৬০-এর দশকে এমবিবিএস পাশ করেন বোলপুরের হরগৌরীতলার বাসিন্দা সুশোভনবাবু। তারপর এমএফপিএ ও ডিসিপি করেন। পেয়েছেন স্বর্ণপদকও। কর্মজীবনের শুরু থেকেই মাত্র এক টাকার বিনিময়ে রোগী দেখে আসছেন তিনি। এলাকায় তিনি ‘এক টাকার ডাক্তার’ নামেই জনপ্রিয়। রোগী দেখেন নিজের বাড়িতে বসে।

পদ্মশ্রী সম্মান পাচ্ছেন জেনে তাঁর প্রতিক্রিয়া, এতটা আশা করিনি। কেন্দ্রীয় সরকারের তরফে পদ্মশ্রী প্রাপ্তির খবর পেয়েছি। ৫৬ বছর ধরে এক টাকায় রোগী দেখছি। চোখের সামনে গরিব মানুষগুলোকে গামছা পেতে মুড়ি খেতে দেখে মনে হয়েছিল, এই মানুষদের কাছে এক টাকার বেশি নেওয়া যায় না।

সুশোভন বন্দ্যোপাধ্যায়

গরিব-দুঃখী-অসহায় মানুষের পাশাপাশি দীর্ঘদিন ধরে বিশিষ্ট অনেকেরই চিকিৎসা করেছেন সুশোভন বন্দ্যোপাধ্যায়। বিশিষ্টজনদের মধ্যে অন্যতম দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। প্রণব মুখোপাধ্যায়ের পারিবারিক চিকিৎসক ছিলেন তিনি।

এদিকে, ‘এক টাকার ডাক্তার’ সুশোভন বন্দ্যোপাধ্যায় পদ্মশ্রী সম্মান পেতে চলেছেন খবর ছড়িয়ে পড়তেই খুশিতে মেতে উঠেছে শান্তিনিকেতন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে তাঁকে।