Friday, July 18, 2025
Latestদেশ

দিল্লিতে বিজেপি সরকার গড়তেই ‘বাংলাদেশি খেদাও’ অভিযান, গ্রেফতার ২৪ অনুপ্রবেশকারী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দিল্লিতে বিজেপি সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকেই অবৈধ বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে শুরু হয়েছে কঠোর অভিযান। বুধবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করেছে ২৪ জন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। পাশাপাশি অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে ভুয়ো ভারতীয় পরিচয়পত্র।

অভিযানের নেপথ্যে

দিল্লিতে সরকার বদলের পর থেকেই উপরাজ্যপাল ভিকে সাক্সেনার নির্দেশে পুলিশ অবৈধ অধিবাসীদের খুঁজে বের করতে সক্রিয় হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে উপরাজ্যপাল দিল্লি পুলিশের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন—অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। এরই ধারাবাহিকতায় বুধবার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিল্লির নানা এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ।

দক্ষিণ দিল্লি ও দক্ষিণ-পূর্ব দিল্লিতে অভিযান

অভিযানের অংশ হিসাবে দক্ষিণ দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে ১৩ জন বাংলাদেশি নাগরিককে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব দিল্লি থেকে ধরা পড়েছে আরও ১১ জন। পুলিশের অনুমান, এই ব্যক্তিরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে বসবাস করছিলেন এবং এখানে এসে জাল পরিচয়পত্র তৈরি করেছিলেন।

নকল পরিচয়পত্র উদ্ধার

অভিযানে ধৃতদের কাছ থেকে নকল ভারতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। পুলিশের মতে, এ ধরনের নথিপত্র ব্যবহার করে তারা দীর্ঘদিন ধরে দিল্লির বিভিন্ন এলাকায় বসবাস করছিল। অভিযানের সময় আরও ১০ জনের পরিচয়পত্র খতিয়ে দেখা হচ্ছে, যা আপাতত সন্দেহজনক বলে মনে হচ্ছে।

‘জয় হিন্দ ক্যাম্প’ স্থাপন

অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করতে গত ৮ মার্চ দিল্লির বসন্ত কুঞ্জ এলাকায় গঠন করা হয়েছে ‘জয় হিন্দ ক্যাম্প’। ক্যাম্পের দায়িত্বে থাকা সাব ইন্সপেক্টর রবি মালিক জানিয়েছেন, ক্যাম্পে দিল্লির বাসিন্দাদের পরিচয়পত্র খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহভাজন পরিচয়পত্র পাওয়া গেলে সেগুলি জেলা আধিকারিকদের কাছে পাঠানো হচ্ছে আরও যাচাইয়ের জন্য।

কড়া নজরদারি

দিল্লি পুলিশের মতে, সরকার পরিবর্তনের পর থেকেই বাংলাদেশি খেদাও অভিযানে বিশেষ জোর দেওয়া হচ্ছে। স্থানীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অনুপ্রবেশকারীদের হদিস পেতে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই পদক্ষেপ 

বিজেপি সরকারের দাবি, দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

অভিযান অব্যাহত থাকবে

দিল্লির মাটিতে অবৈধ বাংলাদেশিদের খোঁজে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এবং এই অভিযান কতটা সফল হয়, তা সময়ই বলে দেবে।