Saturday, July 27, 2024
দেশ

ভারতীয় সেনার হাতে আসছে অত্যাধুনিক ৭৩,০০০ অ্যাসল্ট রাইফেল

নয়াদিল্লি: ভারতীয় সেনার হাতে আসতে চলেছে অ্যাসল্ট রাইফেল। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা হচ্ছে অত্যাধুনিক রাইফেল। এ বিষয়ে অনুমতি দিয়েছে প্রতিরক্ষামন্ত্রক। ৭৩,০০০ অ্যাসল্ট রাইফেল সীমান্তে সেনাদের হাতে তুলে দেওয়া হবে।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে, বহুদিন ধরেই ভারতীয় সেনার জন্য উন্নত রাইফেল কেনার প্রস্তাবটি পড়ে ছিল। শনিবার সেই প্রস্তাব পাস করল মন্ত্রক। এবার যত দ্রুত সম্ভব ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হবে ৭৩,০০০ অ্যাসল্ট রাইফেল।

এর ফলে সশস্ত্র বাহিনীর জন্য অস্ত্রের সমস্যাও দূর হবে বলে মনে করা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, চিন-ভারত সীমান্তের ৩৬০০ কিলোমিটার এলাকার প্রহরায় ভারতীয় সেনার হাতে থাকবে সিগ স্যয়ার রাইফেল। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের একাধিক দেশ এই রাইফেল ব্যবহার করে।

মূলত কেন্দ্রীয় সরকারের ‘Make in India’ প্রোগ্রামকে আরও তুলে ধরতে Defence Procurement Procedure-এর ‘Make II’ ক্যাটিগরিতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (DAC).