Saturday, July 27, 2024
দেশ

৩১ ডিসেম্বরই শেষ নয়, আধার কার্ড লিঙ্কের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়ালো কেন্দ্র

নয়াদিল্লি: চলতি বছরের ৩১ ডিসেম্বর নয়, ব্যাঙ্ক, মোবাইল ও অন্য পরিষেবায় আধার সংযুক্তিকরণের সময়সীমা বাড়িয়ে ৩১ মার্চ, ২০১৮ করা হতে পারে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে কেন্দ্র ৷ আগামী সপ্তাহে রায় দেবে শীর্ষ আদালত ৷

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে কেন্দ্র এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল প্রধান বিচারপতি দীপক মিশ্রকে এ কথা জানিয়েছেন।

এদিন সুপ্রিম কোর্টে কেন্দ্রের তরফে জানানো হয়, ৩১ ডিসেম্বরের বদলে ৩১ মার্চ ২০১৮ সালের মধ্যে আধার সংযুক্তিকরণের কাজ শেষ করতে হবে ৷ তবে যাদের কাছে আধার কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় ৷ আধার কার্ড রয়েছে এমন নাগরিকদের  ডিসেম্বরের মাসের মধ্যেঅ লিঙ্ক করা বাধ্যতামূলক ৷

বর্তমান নির্দেশিকা অনুযায়ী ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান কার্ড, বীমা, পিপিএফ, পোস্ট অফিস সহ বিভিন্ন ক্ষেত্রে ২০১৭ সালের ৩১ ডিসেম্বরের মধ্যেই সম্পূর্ণ করতে হবে আধার নম্বর যোগের কাজ ৷ অন্যদিকে সিম কার্ডের সঙ্গে আধার নম্বর যুক্ত করার জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছেন ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি ৷