Saturday, July 27, 2024
Latestকলকাতা

রোজভ্যালি-কাণ্ডে এবার দময়ন্তী সেনকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই

কলকাতা: রোজভ্যালি-কাণ্ডের তদন্তে এবার আইপিএস দময়ন্তী সেনকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। মঙ্গলবার দময়ন্তী সেনের পার্ক স্ট্রিটের বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। রোজভ্যালি কেলেঙ্কারির তদন্ত সম্পর্কে জানতেই কলকাতার প্রাক্তন গোয়েন্দা প্রধান দময়ন্তীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর।

কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান থাকাকালীন রোজভ্যালি সংক্রান্ত বিভিন্ন অভিযোগ জমা পড়েছিল দময়ন্তী সেনের কাছে। আর্থিক দুর্নীতি সংক্রান্ত সেসব অভিযোগের তদন্ত করেন তিনি। রোজভ্যালি-কাণ্ডে তদন্তের বিষয়ে জানতেই এদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

প্রসঙ্গত, সোমবার রোজভ্যালি মামলায় ওয়াকার রাজাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। জানা গিয়েছে, ২০১২ সালে কাস্টমস হাউসে বৈঠক হয়। সেই বৈঠকে ছিলেন সেবি ও আরওসি-র আধিকারিকরা। সিবিআইয়ের দাবি, সিআইডি-র হয়ে ওই বৈঠকে ছিলেন রাজা।

রোজভ্যালি-কাণ্ডে নাম জড়িয়েছে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারেরও। এই মামলায় রাজীবকে সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদও করেছে সিবিআই।