৫০টি ডিম খাওয়ার ‘চ্যালেঞ্জ’, ৪২টি খাওয়ার পরই মৃত ব্যক্তি
জানপুর: ৫০টি ডিম খেতে পারলেই মিলবে ২০০০ টাকা। বন্ধুর সঙ্গে বাজি ধরেছিলেন ৪২ বছর বয়সী সুভাষ যাদব। ৪১টি খেয়েও ফেলেছিলেন। কিন্তু ৪২তম ডিম খাওয়ার সময় প্রাণ হারালেন। মর্মান্তিক এই ঘটনা উত্তরপ্রদেশের জানপুরের শাহগঞ্জে। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ জানিছে, সুভাষ যাদব ডিম খেতে ভালোবাসতেন। তার এই ডিমপ্রীতি নিয়েই এক বন্ধুর সঙ্গে চ্যালেঞ্জ হয়। একসঙ্গে কটা ডিম খেতে পারেন, এই নিয়েই বাঁধে তর্ক। এরপর ঠিক হয়, দুই বন্ধু ডিম খাওয়ার প্রতিযোগিতা করবেন। দু’জনের মধ্যে আগে যিনি ৫০টি ডিম খেতে পারবেন তিনি পাবেন ২ হাজার টাকা, ওই টাকা দেবেন অপর পক্ষ, অর্থাৎ যিনি চ্যালেঞ্জে হেরে যাবেন।
জানা যায়, সোমবার তাঁরা সকলে মিলে জানপুরের বিবিগঞ্জ বাজারে যান। ৪১ টি ডিম খেয়ে ফেলেন সুভাষ, কিন্তু ৪২ তম ডিমটি খেতে গিয়েই অসুস্থ বোধ করেন তিনি এবং অজ্ঞান হয়ে পড়ে যান।
স্থানীয় লোকজন তাঁকে তৎক্ষণাৎ স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে যান। অবস্থা খারাপ দেখে তাঁকে চিকিৎসার জন্যে পাঠানো সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে। চিকিৎসা চলাকালীন ঘণ্টা ২ পরে মৃত্যু হয় সুভাষের। চিকিৎসকরা জানান, অতিরিক্ত খাওয়ার ফলেই মৃত্যু হয়েছে সুভাষের।