পদত্যাগ ছাড়া আন্দোলনকারীদের সব দাবি মেনে নিতে রাজি ইমরান খান
ইসলামাবাদ: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে ‘আজাদি মার্চ’ নামক মিছিলে লাখো লাখো বিক্ষোভকারী আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনে দাবির বিষয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর পদত্যাগ ছাড়া সব দাবি মেনে নিতে রাজি আছেন।
আজাদি মার্চের কাছে কার্যত হার মেনে আন্দোলনকারীদের উদ্দেশ্যে মঙ্গলবার পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, পদত্যাগ করব না। তবে জনসাধারণের বাকি সব দাবি পূরণ করবে সরকার।
আন্দোলনকারীরা ইমরান খানের সরকারের বিরুদ্ধে ঝাঁজালো বক্তব্য দেন। তাঁরা প্রধানমন্ত্রীকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের জন্য সময় বেঁধে দেন। পরে অবশ্য সময় বাড়ানো হয়। জেইউআই-এফ প্রধান জানান, সরকারের আলোচনা কমিটির সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারবিরোধী রাহবার কমিটির আহ্বায়ক আকরাম দুয়ারানি বলেন, আমরা আমাদের দাবির পক্ষে অনড়।
মঙ্গলবার আন্দোলনকারীদের দাবি মেনে নিতে সরকারি কমিটিকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি জানান, সংবিধান অনুযায়ী নিজের পদত্যাগ ছাড়া বিক্ষোভকারীদের সব দাবি মেনে নেওয়ার জন্য আলোচনায় বসতে রাজি আছেন তিনি।