Saturday, July 27, 2024
দেশ

আশার আলো, গত ৪৪ দিনের মধ্যে দেশে সবচেয়ে কম আক্রান্ত এবং মৃত্যু

নয়াদিল্লি: দেশে গত ৪৪ দিনের মধ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে কম মানুষ করোনা আক্রান্ত হয়েছে। এদিন মৃত্যুও কমেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে ১ লাখ ৮৬ হাজার ৩৬৪ জনের করোনা আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ৩ হাজার ৬৬০ জন। যার ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার ৪৫৭। এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে মোট ৩ লাখ ১৮ হাজার ৮৯৫ জনের।

২৪ মে ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা গত ১৪ এপ্রিলের পর প্রথম দুই লাখের নিচে নেমেছিল। এদিন দৈনিক করোনায় মৃত্যুর সংখ্যাও ৪ হাজারের নিচে নেমেছিল। ২৬ মে ভারতে করোনা আক্রান্ত হন ২ লাখ ১১ হাজার ২৯৮ জন। মারা যান ৩ হাজার ৮৪৭ জন।

২৫ মে করোনা আক্রান্ত হন ২ লাখ ৮ হাজার ৯২১ জন। মারা যান ৪ হাজার ১৫৭ জন। ২৪ মে ১ লাখ করোনা আক্রান্ত হন ৯৬ হাজার ৪২৭ জন। মারা যান ৩ হাজার ৫১১ জন। ২৩ মে করোনা আক্রান্ত হন ২ লাখ ২২ হাজার ৩১৫ জন। মারা যান ৪ হাজার ৪৫৪ জন। ২২ মে করোনা আক্রান্ত হন ২ লাখ ৪০ হাজার ৮৪২ জন। মারা যান ৩ হাজার ৭৪১ জন। ২১ মে করোনা আক্রান্ত হন ২ লাখ ৫৭ হাজার মানুষ। মারা যান ৪ হাজার ১৯৪ জন।

বিশ্বের কোনো দেশে এক দিনে সর্বোচ্চসংখ্যক করোনা আক্রান্তের রেকর্ড এখন ভারতের দখলে। ২২ এপ্রিলের আগপর্যন্ত এ রেকর্ড যুক্তরাষ্ট্রের দখলে ছিল। যুক্তরাষ্ট্রে গত জানুয়ারিতে এক দিনে সর্বোচ্চ ২ লাখ ৯৭ হাজার ৪৩০ জন করোনা আক্রান্ত হন।

ভারতে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। তারপর রয়েছে যথাক্রমে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ এবং হরিয়ানা।