Sunday, May 19, 2024
রাজ্য​

‘যশ’ নয়, ঘূর্ণিঝড়ের নাম ‘ইয়াস’

কলকাতা: শনিবার বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল, সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবে ঘূর্ণিঝড়টির নাম নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ লিখছেন ইয়াস (ইয়াশ), কেউ লিখছেন যশ। আসলে নামের উচ্চারণ কী হবে?

জানা গেছে, এই ঝড়ের নাম দিয়েছে ওমান। তাদের বানান অনুযায়ী (ওয়াই, ডাবল-এ, এস) উচ্চারণ হয় ইয়াস (Yaas)। যারা যশ লিখছেন তারা ভুল লিখছেন।

বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক কমিটি ঝড়ের নামকরণ করে থাকে। যেমন- ভারত মহাসাগরের ঝড়গুলোর নামকরণ করে এই সংস্থার আটটি দেশ। দেশগুলো হচ্ছে— ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ওমান। যাদের প্যানেলকে বলা হয় ডব্লিউএমও বা ইএসসিএপি। এবার ‘ইয়াস’ নামকরণ করেছে ওমান।

তবে ঘূর্ণিঝড়ের নাম নিয়ে বিভ্রান্তি এবারই প্রথম নয়, আমফানকে কেউ কেউ লিখছিল ‘আম্পান’ আর কেউ লিখছিল ‘উমপুন’।  আবার কেউ কেউ লিখেছিল আম্পান। তাউকেটেকে কেউ কেউ লিখছিল তাউকটে, তাউটে, তাওটে।