Monday, June 24, 2024
Latestদেশ

‘আমরা ভুলিনি, ক্ষমা করিনি’, পুলওয়ামায় শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধার্ঘ্য সিআরপিএফ-এর

নয়াদিল্লি: ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি রক্তে ভিজেছিল পুলওয়ামা। সেই ভায়ঙ্কর স্মৃতি এখনও টাটকা। পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ হন ৪০ জন জওয়ান। এই হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন জইশ-ই-মুহম্মদ।

শুক্রবার শহিদ জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য জানালো সিআরপিএফ। টুইট বার্তায় সিআরপিএফ লিখেছে, আমরা ভুলিনি। আমরা ক্ষমা করিনি। দেশের জন্য আমাদের যে ভাইরা পুলওয়ামায় নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, তাঁদের স্যালুট জানাচ্ছি। বীর শহিদ জওয়ানদের পরিবারের পাশে রয়েছি আমরা।


এদিন শহিদদের স্মরণে জম্মু-কাশ্মীরের লেথপোরা ক্যাম্পে উদ্বোধন করা হয়েছে স্মৃতিসৌধ। পুলওয়ামায় শহিদ জাওয়ানদের নামের পাশাপাশি তাঁদের ছবিও থাকছে ওই সৌধে।

সিআরপিএফ-র অতিরিক্ত ডিরেক্টর জুলফিকিয়ার হাসান বলেছেন, পুলওয়ামার ঘটনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। ওই ঘটনার পর বাহিনীর যাতাযাতের সময় অতিরিক্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।