বিজেপি শাসিত অসমে বন্ধ করা হচ্ছে মাদ্রাসা
গুয়াহাটিঃ অসমে সংখ্যালঘু মুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসা ও সাংস্কৃতিক কেন্দ্রগুলো বন্ধ করে দেয়া হচ্ছে। সে রাজ্যের বিজেপি সরকার আগামী ৪-৫ মাসের মধ্যে প্রতিষ্ঠানগুলোকে সাধারণ বিদ্যালয়ে রূপান্তরিত করবে। বুধবার এমনটাই ঘোষণা করলেন অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
বিশ্ব শর্মা বলেন, সরকারি অর্থায়নে পরিচালিত মাদ্রাসা ও টোলগুলি আগামী ৪-৫ মাসের মধ্যে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরবি ভাষায় অথবা অন্য কোনও ভাষায় ধর্মীয় শিক্ষাদান সরকারের কর্তব্যের মধ্যে পড়ে না।
অসম মাদ্রাসা বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে অসমে সরকারি অর্থায়নে পরিচালিত ৬১২টি মাদ্রাসা চালু রয়েছে। সেখানে ইসলামি শিক্ষা সম্পর্কে পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া ছাড়াও অন্যান্য বিষয়ে পড়ানো হয়।
The more you sweat, the more you shine!
After your months of hard work, it is time to prove yourself in the exam. I am certain you shall shine.
Do well my dear young friends appearing for High School Leaving Certificate (HSLC) and Assam High Madrassa (AHM) Exams. pic.twitter.com/pSygraUg8O
— Himanta Biswa Sarma (@himantabiswa) February 10, 2020
শিক্ষামন্ত্রী বলেন, কোনো স্বতন্ত্র বোর্ড ছাড়া প্রায় ১২০০ মাদ্রাসা ও ২০০ সংস্কৃতি কেন্দ্র চালু রয়েছে। রাজ্যের ২ হাজার বেসরকারি মাদ্রাসাও কড়া নিয়ম-কানুনের আওতায় আনা হবে।
পাশাপাশি, অসমে সরকারি অর্থায়নে পরিচালিত ১০১টি টোলও রয়েছে। রাজ্য সংস্কৃত পর্ষদের পরিচালনায় সেখানে হিন্দু ধর্মীয় শিক্ষার পাশাপাশি অন্যান্য বিষয়েও পড়াশোনা হয়। শিক্ষামন্ত্রী বলেন, সরকারি অর্থায়নে পরিচালিত মাদ্রাসা ও টোলগুলিকে এবার উচ্চ এবং উচ্চ মাধ্যমিক স্কুলে রূপান্তরিত করা হবে।