পুলওয়ামায় শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
নয়াদিল্লি: গত বছরের আজকের এইদিনে রক্তস্নাত হয়েছিল পুলওয়ামা। সিআরপিএফের কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ হন ৪০ জন সিআরপিএফ জওয়ান। ঘটনার এক বছর পরেও মানুষের মনে টাটকা রক্তাক্ত সেই স্মৃতি। সেই ভয়াবহ দিনটির কথা ভেবে এখনও শিউরে ওঠেন সবাই।
এদিন শহিদ জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে নমো লিখেছেন, গত বছরের ভয়াবহ পুলওয়ামা আত্মঘাতী জঙ্গি হামলায় প্রাণ হারানো সাহসী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধার্ঘ্য। যাঁরা আমাদের দেশের সুরক্ষায় জীবন উৎসর্গ করেছিলেন তাঁরা প্রত্যেকেই ব্যতিক্রমী। ভারত এই শহিদদের আত্মত্যাগ ও বীরত্ব কোনও দিনও ভুলবে না।
Tributes to the brave martyrs who lost their lives in the gruesome Pulwama attack last year. They were exceptional individuals who devoted their lives to serving and protecting our nation. India will never forget their martyrdom.
— Narendra Modi (@narendramodi) February 14, 2020
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইটে লিখেছেন, গত বছরের আজকের এই দিনে পুলওয়ামায় কাপুরোষচিত হামলায় শহিদ সিআরপিএফ জওয়ানদের স্মরণ করছি। ভারত কোনওদিন তাঁদের আত্মত্যাগের কথা ভুলবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারাদেশ একসঙ্গে লড়বে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটে লিখেছেন, নিজেদের প্রাণের বিনিময়ে মাতৃভূমির সার্বভৌমত্ব ও অখণ্ডতা যাঁরা রক্ষা করলেন ভারতবাসী সবসময়ই সেইসব শহিদ ও তাঁদের পরিবারের প্রতি কৃতজ্ঞ থাকবে।