Saturday, July 27, 2024
দেশ

অসমে বাল্যবিবাহ ‘সম্পূর্ণ নির্মূল’ করার ডাক হিমন্তের, গ্রেফতার ১৭ কাজী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২০২৬ সালের মধ্যে অসমে বাল্যবিবাহ ‘সম্পূর্ণ নির্মূল’ করার ডাক দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বাল্যবিবাহ রুখতে দ্বিতীয় দফার অভিযান শুরু হয়েছে। জেলায় জেলায় বাল্যবিবাহের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এবার একদিনেই গ্রেফতার করা হলো ১৭ কাজীকে।

হাইলাকান্দি থানার পুলিশ একদিনে সরকারি অনুমোদনহীন ১৭ কাজীকে গ্রেফতার করেছে। ওই কাজীরা মেয়েদের বয়সের তোয়াক্কা না করেই তাদের বিয়ের কাবিননামা তৈরি করছিল। 

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে অসম সরকার রাজ্যে বাল্যবিবাহের বিরুদ্ধে অভিযান শুরু করে। এক মাসের মধ্যে প্রায় ৩১৪১ জনকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারকৃতদের মধ্যে অনেকেই নাবালিকা বিয়েতে যুক্ত ছিলেন। পাশাপাশি, তাদের পরিবারের সদস্য এবং ধর্মীয় নেতারা যারা এই বিয়েতে ইন্ধন জুগিয়েছে তাদেরও গ্রেফতার করা হয়।

হিমন্ত বিশ্বশর্মা বলেন, দ্বিতীয় দফায় ১০ দিনের মধ্যে, বাল্যবিবাহের ঘটনায় যুক্ত আরও ৩ হাজার জনকে গ্রেফতার করা হবে।