Saturday, December 9, 2023
দেশ

বাইডেন, সুনাকদের পিছনে ফেলে বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের বিশ্বের জনপ্রিয় নেতা হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমীক্ষায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকদের অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন নরেন্দ্র মোদী।

মার্কিন কনসালটেন্সি ফার্ম মর্নিং কনসাল্টের ‘গ্লোবাল অ্যাপ্রুভাল রেটিং ট্র্যাকার’ অনুয়ায়ী, মোদীর ‘অ্যাপ্রুভাল রেটিং’ ৭৬ শতাংশ। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের উপর আস্থা রাখছেন ৭৬ শতাংশ মানুষ। তবে ১৮ শতাংশ মানুষ বলছেন, তাঁদের নরেন্দ্র মোদীর নেতৃত্বের উপর আস্থা নেই। ৬ শতাংশ মানুষ কোনও মতামত দেননি।

সমীক্ষায় দ্বিতীয় স্থানে আছেন সুইৎজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বারসেট। তাঁর ‘অ্যাপ্রুভাল রেটিং’ ৬৪ শতাংশ। সমীক্ষায় সপ্তম স্থানে আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের ‘অ্যাপ্রুভাল রেটিং’ ৪০ শতাংশ। ১৫ নম্বরে আছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। 

দশম স্থানে আছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তালিকায় ষষ্ঠ নম্বরে আছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তাঁর ‘অ্যাপ্রুভাল রেটিং’ ৪২ শতাংশ।