Saturday, July 27, 2024
দেশ

‘তৃণমূল-সিপিএম-কংগ্রেস আমরা সবাই এক’, ইন্ডিয়া জোটের বৈঠক শেষে বললেন সীতারাম ইয়েচুরি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এ যেন উল্টোপুরাণ। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে বেলাগাম হিংসার বিরুদ্ধে তৃণমূলকে লাগাতার আক্রমণ করছে সিপিএম-কংগ্রেস। এদিকে ইন্ডিয়া জোটের একমঞ্চে কংগ্রেসের সোনিয়া গান্ধী- সিপিএমের সীতারাম ইয়েচুরি- তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে ২০২৪ সালের লোকসভা ভোটে আটকাতে একজোট বিরোধীরা।

ধুপগুড়িতে মোদীর পাশাপাশি মমতাকেও তোপ দেগেছেন মহম্মদ সেলিম। অথচ ইন্ডিয়া জোটের মঞ্চে পুরো আলাদা চিত্র। বছর পেরোলেই লোকসভা নির্বাচন। তার আগেই বিরোধী ঐক্যের বার্তা দিলেন ইয়েচুরি। 

এদিন ইন্ডিয়া জোটের মুম্বাইয়ে ২ দিনের বৈঠক শেষে মন্তব্য সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, ‘লোকসভা ভোটে রাজ্য ভিত্তিক আসন সমঝোতার প্রক্রিয়া শুরু হতে চলেছে। এ বিষয়ে কোনও দ্বিমত নেই নেই যে আমরা সবাই এক।’ 

সীতারাম ইয়েচুরি আরও বলেন, ‘নির্বাচন কোনও অঙ্ক নয়। নির্বাচন হল, জনগণের সমর্থন জয় করা। মানুষের মধ্যে বিভাজন কমিয়ে আনা।’

শুনে নিন কি বললেন তিনি –


উল্লেখ্য, আসন্ন লোকসভা ভোটে বিজেপিকে রুখতে বিরোধীরা ২৮টি দল মিলে ইন্ডিয়া জোট গঠন করেছে। বুধবার এবং বৃহস্পতিবার মুম্বাইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে ইন্ডিয়া জোটের বৈঠক ছিল।