Wednesday, December 6, 2023
রাজ্য​

‘এক দেশ এক নির্বাচন’ কার্যকর করতেই হবে: তথাগত রায়

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার ‘এক দেশ এক নির্বাচন’ এর পক্ষে সওয়াল করলেন তথাগত রায় (Tathagata Roy)। তিনি বলেন, ‘এক দেশ এক নির্বাচন’ একটি প্রশংসনীয় উদ্যোগ এবং এটিকে কার্যকর করতেই হবে। যত কঠিন হোক না কেন এটিকে লাগু করতে হবে।’

তথাগত রায় বলেন, ‘বর্তমানে জগাখিচুড়ি করে নির্বাচন হচ্ছে। এর ফলে মন্ত্রীরা তাদের প্রশাসনিক ক্ষমতা পালনের জন্য সময় কম পাচ্ছেন। এবং অপ্রীতিকর সিদ্ধান্ত নেওয়ার জন্য সর্বদা উদর হন। ফলাফল স্বল্পমেয়াদি উপশম সহ লোককে খুশি করার রাজনৈতিক ধারাবাহিকতা।’

বর্ষীয়ান এই বিজেপি নেতা আরও বলেন, ‘১৯৫৭ সাল পর্যন্ত এক জাতি এক নির্বাচন ছিল। তারপর সরকারগুলি তাদের অর্ধেক মেয়াদের পতন শুরু করে, ফলে মধ্যবর্তী নির্বাচন এবং শেষ পর্যন্ত বর্তমানে বিশৃঙ্খলা।’

তথাগত রায় বলেন, ‘আমরা ব্রিটিশদের থেকে আমাদের নির্বাচনী ব্যবস্থা ধার নিয়েছি। সামান্য বুঝতে পেরেছি যুক্তরাজ্য একটি একক দেশ। তবে আমাদের মার্কিন পদ্ধতি বেছে নেওয়া উচিত ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে নভেম্বরের একটি নির্দিষ্ট দিনে সমস্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। কোনও সরকার একবার নির্বাচিত হলে পূর্ণ মেয়াদে কাজ করতে পারে।’

উল্লেখ্য, বিজেপি ইতিমধ্যেই ‘এক দেশ-এক নির্বাচন (One Nation One Election) আইন আনতে চলেছে। এই লক্ষ্যে ইতিমধ্যেই একটি প্যানেলও তৈরি করেছে মোদী সরকার। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই প্যানেলের প্রধান। ১৮ থেকে ২২ সেপ্টেম্বর স্পেশাল সংসদীয় সেশনের ‘এক দেশ এক নির্বাচন’ বিষয়ে বিল আনতে পারে কেন্দ্র। এটি কার্যকর হলে গোটা দেশে লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে একবারে হবে।