Monday, May 20, 2024
দেশ

মোদীর সঙ্গে বিশেষ বৈঠক, জি-২০ সামিটের আগে ৭ সেপ্টেম্বর ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ৯ সেপ্টেম্বর থেকে ভারতে শুরু হচ্ছে জি-২০ শীর্ষ সম্মেলন। সম্মেলনে যোগ দিতে ৭ সেপ্টেম্বর ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিশেষ বৈঠকে যোগ দিতে জি-২০ সামিটের আগেই ভারতে আসছেন বাইডেন।

বলে রাখি, এবার জি-২০ সম্মেলনের সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে ভারত। ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে জি-২০ সম্মেলনের মূল অনুষ্ঠান। শীর্ষ এই সম্মেলনে যোগ বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রপ্রধানরা।

জানা গেছে, ৮ সেপ্টেম্বর মোদী এবং বাইডেন বিশেষ বৈঠকে বসবেন। বৈঠকে তাদের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। হোয়াইট হাউস সূত্রে খবর, ভারত-আমেরিকা সম্পর্ককে আরও মজবুত করে তুলতে গুরুত্ব দেওয়া হবে। বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্য সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে।