Thursday, May 16, 2024
দেশ

ভারতকে ভ্যাকসিন উপহার দেবে আমেরিকা

নয়াদিল্লি: শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) ফোন করলেন আমেরিকার ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস (Kamala Harris)। কমলা নিজেই ফোন করেছিলেন বলে জানা গিয়েছে। ভারতকে করোনার ভ্যাকসিন উপহার দেওয়া হবে জানান কমলা হ্যারিস।

উল্লেখ্য, বৃহস্পতিবারই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, রাষ্ট্রসংঘের কোভ্যাক্স গ্লোবাল ভ্যাকসিন শেয়ারিং প্রোগ্রামের (UN Covax Global Vaccine Sharing Program) মাধ্যমে গোটা বিশ্বে ৭৫ শতাংশ বাড়তি ভ্যাকসিন বিতরণ করবে আমেরিকা। তালিকায় থাকছে ভারতও। এর জন্যে ফোনে কমলাকে ধন্যবাদ জানিয়েছেন মোদী।

জুনের মধ্যে ৮ কোটি ভ্যাকসিনের ডোজ সরবরাহের পরিকল্পনা হোয়াইট হাউসের। যদিও ২৫ শতাংশ ভ্যাকসিন জরুরিকালীন ভিত্তি ও আমেরিকার বন্ধু দেশগুলিতে বিতরণ করা হবে। প্রথম দফার আড়াই কোটি ভ্যাকসিনের মধ্যে ভারতেও টিকা পাঠাবে আমেরিকা।

করোনার দ্বিতীয় ধাক্কায় বেসামাল গোটা ভারত। মারণ এই ভাইরাস মোকাবিলায় চাই দ্রুত টিকাকরণ। হিসেব বলছে, এর জন্য দরকার ১.৮৮ বিলিয়ন টিকা। সরকারি নথি অনুযায়ী, এখনও দেশে ৮৯ শতাংশ মানুষের টিকাকরণ বাকি।

এদিকে, করোনা ভ্যাকসিনের দুটি করে ডোজ পেয়ে গিয়েছেন আমেরিকাবাসী। দুটি করে ডোজ দেওয়ার পরে আমেরিকার সরকারের কাছে এখনো ৭৫ শতাংশ করোনা ভ্যাকসিন মজুদ রয়েছে। এবাষ পিছিয়ে পড়া দেশগুলিতে অতিরিক্ত ভ্যাকসিন উপহার হিসেবে পাঠাবে আমেরিকা।