Saturday, July 27, 2024
Latestদেশ

হিংসা না থামলে CAA মামলার শুনানি নয়: প্রধান বিচারপতি

নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদে উত্তাল গোটা দেশ। এহেন পরিস্থিতিতে সিএএ এর পক্ষের আইনজীবী সংশোধিত নাগরিকত্ব আইনকে ‘সাংবিধানিক’ ঘোষণা করার আবেদন জানান। জবাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে মন্তব্য করেন, দেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। উত্তেজনা প্রশমিত হলে তবেই নাগরিকত্ব আইন নিয়ে আবদন শুনব। ওই আবেদনের জরুরিভিত্তিক শুনানির আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।

আইনজীবী ভীনিত ঢাণ্ডা সংশোধিত নাগরিকত্ব আইনকে ‘সাংবিধানিক’ ঘোষণা করার আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তিনি জানান, নয়া এই আইন কোনও ভাবেই দেশের সংবিধান লঙ্ঘন করছে না, এই বিধান যাতে সুপ্রিম কোর্ট দেয়। পাশাপাশি নাগরিকত্ব আইনের প্রতিবাদে আন্দোলনকারী, ছাত্র সমাজ, সংবাদসংস্থাগুলির বিরুদ্ধে মিথ্যা প্রচারের জন্য কঠোর পদক্ষেপ করার আবেদনও জানান ঢান্ডা।

জবাবে প্রধান বিচারপতি বলেন, সংসদে পাশ হওয়া কোনও আইনকে কিভাবে আমরা সাংবিধানিক ঘোষণা করব? সাংবিধানিক বৈশিষ্টের সম্ভাবনা সব সময়েই থাকে। আইনের ছাত্র হওয়ার সুবাদে এ কথা আপনার জানা উচিত। এই ধরনের আবেদন এই মুহূর্তে কোনও ভাবে সাহায্য করবে না।

প্রধান বিচারপতি বলেন,  কোনও আইন সাংবিধানিক কিনা, তা বলার কাজ সুপ্রিম কোর্টের নয়। আইনটি বৈধ কিনা, সেই বিষয়ে আদালত সিদ্ধান্ত নিতে পারে। হিংসা থামলেই নাগরিকত্ব আইন নিয়ে শুনানি হবে বলে জানান এসএ বোবদে।