Monday, June 16, 2025
Latestদেশ

অর্থনীতির হাল ফেরাতে বাজেটের আগে অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক করলেন মোদী

নয়াদিল্লি: বর্তমানে বেহাল দশা দেশের অর্থনীতির। তবে শিল্পমহল আশা করছে, সামনের বাজেটে অর্থনীতির অভিমুখ বদলাবে। সেই নিয়েই এবার নীতি আয়োগে শীর্ষ অর্থনীতিবদদের সঙ্গে আলোচনায় বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা যায়, দেশের অর্থনীতির হাল ফেরাতে ৪০জন অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক করেন মোদী।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন অমিত শাহ, নীতিন গডকড়ি, নীতি আয়োগের চেয়ারম্যান রাজীব কুমার, সিইও অমিতাভ কান্ত ও অন্যান্য শীর্ষ কর্তারা। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের চেয়ারম্যান বিবেক দেবরায়।


গত ১১ বছরের মধ্যে সবচেয়ে কম দেশের জিডিপির হার। চলতি বছরে জিডিপি বৃদ্ধির হার পাঁচ শতাংশ হওয়ার পূর্বাভাস এসেছে। অর্থনীতিকে চাঙ্গা করতে সোমবারই মুকেশ আম্বানি, রতন টাটা সহ শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন মোদী।

এরপর এদিন অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। তবে চূড়ান্ত বাজেটে এই সব অর্থনীতিবিদদের পরামর্শ কতটা ব্যবহার করবেন অর্থমন্ত্রী সীতারামন, এখন সেটাই দেখার।