Thursday, September 19, 2024
রাজ্য​

৭ দিনের লড়াই শেষ, মৃত্যু হলো কোচবিহারে গণধর্ষণের শিকার নাবালিকার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ৭ দিনের লড়াই শেষ, মৃত্যুর কাছে হার মানলেন কোচবিহারে গণধর্ষণের শিকার নাবালিকা। বুধবার সকালে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ হাসপাতালে মৃত্যু হয় তাঁর। গত মঙ্গলবার ওই নাবালিকাকে অপহরণ করে ২ দিন ধরে গণধর্ষণ করে ৫ যুবক। এই ঘটনায় মূল অভিযুক্তসহ ৪ জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১৮ জুলাই স্কুল থেকে বাড়ি ফিরছিল ওই নাবালিকা। নির্জন জায়গা থেকে ১৪ বছরের ওই নাবালিকাকে অপহরণ করে পরিচিত ৫ যুবক। এরপর তাঁকে একটি গোপন ডেরায় নিয়ে গিয়ে লাগাতার ধর্ষণ ও যৌন নির্যাতন করে ওই ৫ যুবক।

ঘটনার ২ দিন পর নাবালিকা অসুস্থ হয়ে পড়লে তাঁকে মাথাভাঙা হাসপাতালে নিয়ে যায় অভিযুক্তরা। কিন্তু সেখানকার চিকিৎসকরা তাঁকে ভর্তি নেননি। এরপর তাঁকে কোচবিহার শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ততক্ষণে নাবালিকার পরিবার মেয়ের কথা জানতে পারে।

হাসপাতালে ভর্তির সময় থেকেই অচেতন ছিলেন নির্যাতিতা ওই নাবালিকা। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই বুধবার সকালে নাবালিকার মৃত্যু হয়।

ঘটনার মূল অভিযুক্তসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা নাবালিকার পূর্ব পরিচিত বলে খবর।