Monday, May 6, 2024
দেশ

আতিককে ভারত রত্ন দেওয়ার দাবি, ৬ বছরের জন্য সাসপেন্ড কংগ্রেস নেতা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গ্যাংস্টার আতিক আহমেদ ও তার ভাই আশরাফকে পুলিশি ঘেরাটোপের মধ্যেই দুষ্কৃতী হামলায় মৃত্যু হয়েছে। এর মাঝেই উত্তরপ্রদেশের প্রাক্তন সাংসদকে ভারত রত্ন পুরস্কার (Bharat Ratna Award) দেওয়ার দাবি জানিয়ে আতিকের কবরে জাতীয় পতাকা (National Flag) দিয়ে প্রার্থনা করতে দেখা যায় কংগ্রেস নেতা রাজকুমার সিংকে (Congress leader Rajkumar Singh)। এই ঘটনা প্রকাশ্যে আসতেই দেশজুড়ে তুমুল সমালোচনা হয়।

এই পরিস্থিতিতে কংগ্রেস নেতা রাজকুমার সিংকে ৬ বছরের জন্য দল থেকে থেকে সাসপেন্ড করা হয়েছে। বুধবার আতিক আহমেদের কবরে জাতীয় পতাকা রেখে নামাজ আদায় ও স্যালুট করেন রাজকুমার। আতিক আহমেদের খুনের ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেরও পদত্যাগ দাবি করেন তিনি।


এই ভিডিও প্রকাশ্যে আসতেই তুমুল বিতর্ক শুরু হয়। এরপরেই কংগ্রেসের প্রয়াগরাজের সভাপতি প্রদীপ কুমার মিশ্র রাজকুমার সিংকে ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ডের ঘোষণা করেন।