Tuesday, April 23, 2024
দেশ

হিন্দু বিতর্কে মুখ খুলে নিজেকে ‘শিবভক্ত’ বললেন রাহুল

গান্ধীনগর: তিনি হিন্দু না অহিন্দু? এই বিতর্কে এবার নীরবতা ভেঙে মুখ খুললেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার রাহুল বলেন, “আমার পরিবার শিবভক্ত।” একইসঙ্গে বিজেপিকে কটাক্ষ করে তাঁর মন্তব্য, নিজের ধর্মবিশ্বাসকে তিনি রাজনীতিতে টেনে আনার পক্ষপাতী নন।তিনি আরও বলেন, তার ঠাকুমা ইন্দিরা গান্ধী ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত ছিলেন।

বুধবার সোমনাথ মন্দির পরিদর্শনে যান রাহুল গান্ধী। নিয়ম অনুযায়ী হিন্দু ভিন্ন অন্য ধর্মাবলম্বী কোনও মানুষকে সোমনাথ মন্দির পরিদর্শন করতে গেলে নাম নথিভুক্ত করতে হয়। সেই সইয়ের উপরে রাহুল গান্ধী ও আহমেদ প্যাটেলের নামও নথিভুক্ত রয়েছে। এরপরই রাহুল গান্ধী হিন্দু নন বলে হইচই ফেলে দেয় বিজেপি। বিজেপি প্রশ্ন তোলে, হিন্দুই যখন নন, তা হলে ভোটের সময় মন্দিরে-মন্দিরে ঘোরার ‘নাটক’ কেন করছেন রাহুল?

যদিও, কংগ্রেসের তরফে তত্ক্ষণাত্ই খারিজ করা হয় সেই দাবি। একইসঙ্গে পারিবারিক তিনটি ছবি প্রকাশ করে দাবি করা হয়, রাহুল গান্ধী আদ্যোপান্ত হিন্দু ও পরম শিবভক্ত। তিনি বলেন, “তাঁর পরিবারের সবাই শিবভক্ত।” আরও বলেন, “ঠাকুমা ইন্দিরা গান্ধী ভগবান শিবের শিষ্যা ছিলেন।”