Friday, April 26, 2024
আন্তর্জাতিক

ইরানে ৬ মাত্রার ভূমিকম্প

তেহরান: আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.০। স্থানীয় সময় শুক্রবার সকাল ৬টা ৩২ মিনিটে কম্পন অনুভূত হয়। তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, কেরমান শহর থেকে ৫৮ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তি হয়। কেরমান শহরে জনসংখ্যা আট লাখ ২১ হাজার।

এর আগে গত ১০ নভেম্বর রাত ৯টা ১৮ মিনিটে ইরানের উত্তরাঞ্চলের কারমানশাহ প্রদেশের ইরাক সীমান্ত এলাকায় ৭.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। মৃত্যু হয় অন্তত ৫৪০ জনের এবং আহত হন কয়েক হাজার মানুষ। ইরাকের রাজধানী বাগদাদ, প্রতিবেশী কুয়েত ও ইসরায়েলে সেটি টের পাওয়া যায়।