Saturday, July 27, 2024
দেশ

১০০ দিনের কাজ বাড়িয়ে ন্যূনতম ১৫০ দিন করা হবে, ইস্তেহারে প্রতিশ্রুতি রাহুলের

নয়াদিল্লি: ক্ষমতায় এলে আনা হবে MGNREGA 3.0। একশো দিনের বদলে এবার মিলবে ১৫০ দিনের কাজ। ২০১৯ লোকসভা নির্বাচনের ইস্তেহারে এমনটাই জানালো কংগ্রেস ৷

দেশ থেকে গরিবি হঠানোর প্রথম ধাপ হিসেবে কংগ্রেসের প্রতিশ্রুতি সরকারে এলে এবার নূন্যতম ১০০ দিনের বদলে মিলবে নিশ্চিত ১৫০ দিনের কাজ। একইসঙ্গে MGNREGA প্রকল্পের মজুরদের কাজে লাগিয়ে ভারতের যেসব জায়গায় জলকষ্ট রয়েছে সেসব স্থানে জলাধারগুলি পুনর্নির্মাণ করা হবে।

এছাড়া MGNREGA ফান্ডকে ব্যবহার করে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, ক্লাসরুম, গ্রন্থাগার তৈরিরও প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস।

কর্মসংস্থান, কৃষি, মহিলা ও জাতীয় সুরক্ষার উপর ইস্তেহারে বিশেষভাবে জোর দিয়েছে কংগ্রেস। তাদের দাবি, বিজেপি সরকারের এই পাঁচ বছরে কর্মসংস্থানে সবচেয়ে পিছিয়ে পড়েছে দেশ। অন্যদিকে, দরিদ্র থেকে দরিদ্রতর হয়েছে দেশের কৃষকেরা।