Saturday, April 20, 2024
দেশ

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

নয়াদিল্লি: হিমাচল প্রদেশের শিমলায় অবকাশযাপনের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধী দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী। শিমলা থেকে জরুরি ভিত্তিতে তাঁকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা পাঁচটায় সোনিয়া গান্ধীকে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়। তিনি পেটের পীড়ায় ভুগছেন বলে তার চিকিৎসক জানিয়েছেন।

হাসপাতালটির জ্যেষ্ঠ কর্মকর্তা ডা. ডিএস রানা জানিয়েছেন, ‘শুক্রবার সন্ধ্যার দিকে মিসেস সোনিয়া গান্ধীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষায় দেখা গেছে, তিনি পেটে ব্যথা অনুভব করছেন। ৭০ বছর বয়সী এই নেত্রীকে বর্তমানে হাসপাতালে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সোনিয়া পুত্র রাহুল গান্ধী সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, তাঁর মা পেটের পীড়ায় আক্রান্ত। বর্তমানে তাঁর অবস্থার উন্নতি হয়েছে।

সোনিয়া গান্ধী বেশ কয়েক বছর ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন এবং চিকিৎসার জন্য কয়েকবার যুক্তরাষ্ট্রে গিয়েছেন। তবে তাঁর দল এ অসুস্থতার বিষয়ে জনসমক্ষে কিছু জানায়নি।

কয়েক সপ্তাহ আগে সোনিয়া গান্ধী সাংবাদিকদের জানান, কংগ্রেস সভাপতি হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন ছেলে রাহুল।